Connect with us

শিক্ষাঙ্গন

ইবিতে ‘বি’ ইউনিটের অপেক্ষমানদের সাক্ষাৎকার ১৬ জানুয়ারি

Published

on

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মুক্তিযোদ্ধা কোটা, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তির জন্য অপেক্ষমানদের আগামী ১৬ জানুয়ারি সাক্ষাৎকার গ্রহন করা হবে। বিশ্ববিদ্যালয় তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো: রাশিদুজ্জমান খান টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের সমন্বয়কারী সূত্রে জানা গেছে ‘বি’ ইউনিটভুক্ত যথাক্রমে ইংরেজি, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ফোকলোর স্টাডিজ বিভাগের সাক্ষাৎকার আগামী ১৬ জানুয়ারি গ্রহণ করা হবে। ১ম শিফটে ১৫৫তম হতে ৩০৮তম পর্যন্ত ২য় শিফটে ১৫৪তম হতে ৩০৬তম পর্যন্ত ৩য় শিফটে ৩৪তম হতে ৬৬তম পর্যন্ত এ সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে। উক্ত ইউনিটের বিভাগ পরিবর্তন করা সুযোগ থাকবে ১৪ জানুয়ারি।

বিশেষ কোটা উপ-কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন,‘আগামী ১৬ জানুয়ারি সকাল ১০ টায় অনুষদ ভবনের দ্বিতীয় তলায় সংশ্লিষ্ট কমিটির আহবায়কের বিভাগীয় কক্ষে কোটার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল সনদের মূল কপি, মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্কে প্রমাণপত্র এবং কোটা ও সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।’

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে বিস্তারিত জানা যাবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *