Connect with us

দেশজুড়ে

কাউনিয়ায় ঐতিহাসিক ৭মার্চ এর ভাষণ ইউনেস্কো’র স্বীকৃতি’তে ছাত্রলীগের আনন্দ র‍্যালী

Published

on

কাউনিয়া প্রতিনিধি:গত সোমবার (৩০অক্টোবর) প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে ১৯৭১ সালের ৭মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দেয়া বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জ্বালাময়ী সেই ভাষণটিকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (প্রামাণ্য ঐতিহ্য) হিসাবে ঘোষনা করে।
রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা ও কলেজ শাখা’র আয়োজনে মঙ্গলবার (৭নভেম্বর) দুপুরে বাংলাদেশের স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১৯৭১ সালের ৭মার্চের ঐতিহাসিক বিশ্ব নন্দিত ভাষন’কে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় এক আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনন্দ র‍্যালীটি কাউনিয়া কলেজ হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা চত্বর বাসষ্ট্যান্ডে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জামিল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রনেতা মানিক, আারিফ, রাজিব, রাসেল, নাহিদ, লিটন, কাউনিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি আলী আকবর হালিম, সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন হ্নদয়, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কলেজ ছাত্রনেতা মাইদুল, সোহেল, আনোয়ার, মিঠু, জুয়েল, আরিফুল, জনি, কূর্শা ইউনিয়ন সভাপতি মোস্তাফিজার রহমান, মধুপুর ইউনিয়ন সভাপতি সোহেল রানা, যুগ্ন সম্পাদক আরিফুল ইসলাম রানা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ এর উপজেলা, কলেজ ও ইউনিয়ন শাখা’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা, বাংলাদেশের স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ১৯৭১ সালের ৭মার্চের ঐতিহাসিক কালজয়ী ভাষণকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বিশ্ব স্মৃতি’ হিসাবে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানান। আরো বলেন, এই স্বীকৃতি পাওয়ায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আর্ন্তজাতিক মর্যাদায় আরো একধাপ এগিয়ে গেল। সেই সাথে বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগ এর পতাকা তলে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *