Connect with us

দেশজুড়ে

কাউনিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধনের অপেক্ষায়

Published

on

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তকিপল হাটে নির্মিত হয়েছে। চার তলা ফাউন্ডেশনের তিন তলা ভবনের ভিতরে দেয়াল ও মেঝে টাইলস বেষ্টিত। কমপ্লেক্সের প্রবেশ মুখে চোখে পরে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল। পঙ্গু মুক্তিযোদ্ধা চলাচলের জন্য পাশেই র‌্যাম। ১ম তলা ও ২য় তলায় ১২টি দোকান ঘর। ৩য় তলায় উপজেলা কমান্ডার ও ডেপুটি কমান্ডারের অফিস কক্ষ। সভা সেমিনার করার জন্য সু-বিশাল স্পেস। আছে লাইব্রেরী ও মিউজিয়াম। চিলে কোঠায় আছে নামাজ ঘর। এ ছাড়াও রয়েছে টয়লেট, বিদ্যুৎ, নিজস্ব জেনারেটর ও সৌর বিদ্যুৎ ব্যবস্থা।
দৃষ্টি নন্দন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র এসব বিষয় নিশ্চিত করে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী গোলাম ফারুক জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি বিগত ২০১৫-১৬ইং অর্থবছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (জিওবি) ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে সংশোধিত চুক্তিমূলে ১কোটি ৬০লক্ষ ৭৩হাজার ৭শত ৮৯টাকা ব্যয়ে নির্মিত হয়। নির্দেশনা এলেই যে কোন মূহুর্তে শুভ উদ্ধোধন হবে কাউনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। কমপ্লেক্সটি সার্বিক তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কাউনিয়া উপজেলা শাখা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *