Connect with us

দেশজুড়ে

কালকিনিতে সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদ

Published

on

kalkini-pic-01আশরাফুর রহমান, কালকিনি: মাদারীপুরের কালকিনি উপজেলায় কর্মরত কয়েকজন সাংবাদিকদের নামে মিথ্যা ষড়যন্ত্র মূলক চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সভা করেছে কালকিনি প্রেসক্লাবের সাংবাদিকরা। দৈনিক যায়যায়দিন পত্রিকার কালকিনি প্রতিনিধি মো: শহিদুল ইসলাম ও দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকার কালকিনি ব্যুরো প্রধান মো: রফিকুল ইসলাম মিন্টুর নামে কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেনের ট্রলার চুরি মামলার জেল পাটনার টলার দেলোয়ার বেপারী বালু ব্যবসা না করেও তার বালু ব্যবসার নামে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মাদারীপুরে দায়ের করেন।
বিজ্ঞ আদালত ওসি কালকিনিকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। বুধবার সকাল সাড়ে দশটায় মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে কালকিনি প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাব সভাপতি এইচ এম মিলনের (যুগান্তার) সভাপতিত্বে সাধারন সম্পাদক মো: জাফরুল হাসানের (জনকণ্ঠ) সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও ডাসার প্রেসক্লাবের আহবায়ক মো: মিজানুর রহমান (সমকাল), অর্থ সচিব মো: আমিনুল ইসলাম সুমন(সন্ধাবানী) কালকিনি প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক মো: কায়কোবাদ শামীম (আমাদের সময়) সাংগঠনিক সম্পাদক মো: আসাদুজ্জামান দুলাল (ইত্তেফাক),অর্থ সম্পাদক মো: জাকির হোসেন (নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক মো: মেহেদী হাসান (ভোরের ডাক), প্রচার সম্পাদক মো: নাসিরউদ্দিন লিটন(ভোরের পাতা), সাহিত্য বিষয় সম্পাদক মো: সাইমুন ইসলাম(মানবকন্ঠ), মেহেদী হাসান মুন্না (বাংলাদেশ সময়), মো: মুজিবুল হায়দার রাজ্জাক (সাপ্তাহিক কালকিনি বার্তা), আসরাফুর রহমান(বজ্রশক্তি), মো: সাহাদাত হোসেন(বিশ্লেষন), মো: নাহিদ হোসেন( বিশ্লেষন)।
এছাড়াও মাদারীপুর জেলা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক সুবর্নগ্রাম পত্রিকার সম্পাদক এবিএম বজলুর রহমান খান মন্টু, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুজ্জামান মনির, ও ডাসার প্রেসক্লাবের সভাপতি/সম্পাদরা কালকিনি প্রেসক্লাবের সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে কালকিনি থানা অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন, এখনও মামলার কপি আসে নাই। আসলে তদন্ত করে সত্য-মিথ্যা যাচাই করা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *