Connect with us

গাজীপুর

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ১১ দেশের প্রতিনিধি

Published

on

picture-1

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শণে ১১ দেশের প্রতিনিধি দলের সদস্যবৃন্দ।

মনিরুল আলম, কালীগঞ্জ: বিশ্বের ১১টি দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৩ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
সকালে গাজীপুরের সিভিল সার্জন ডা. আলী হায়দার খান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দের তত্ত্বাবধানে বাংলাদেশ আইসিডিডিআর’র কনসালটেন্ট ডা. মো. ফেরদৌস আলম, সিনিয়র প্রোগ্রামার মো. অলিউল হাসান, মো. জাহিদ হোসেন সহিদ ও এনালাইসিষ্ট প্রোগ্রামার মাসুদ পাভেজ এর নেতৃত্বে ভুটান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৪জন, কলম্বিয়ার ১জন, জার্মানীর ১জন, ভারতের ২জন, নরওয়ের ১জন, ইন্দোনেশিয়ার ৪জন, মায়ানমারের ১জন, ফিলিপাইনের ১জন, নেপালের ৭জন, যুক্তরাজ্যের ১জন, যুক্তরাষ্ট্রের ৪জন ও বাংলাদেশের ৬ জনসহ ৩৩ সদস্যের প্রতিনিধি দলটি উপজেলার দুর্বাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শণ শেষে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এর বিভিন্ন কর্মকান্ড পরিদর্শণ করেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যগণ হাসপাতালে স্বাস্থ্য সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *