Connect with us

বিচিত্র সংবাদ

কুকুর বিড়ালকে নাগরিকত্ব প্রদান!

Published

on

স্পেনের একটি শহরে মানুষের মতোই বিড়াল, কুকুরকে সমমর্যাদা দিয়ে নাগরিকত্ব দেয়া হয়েছে। স্পেনের শহর ত্রিগেরোস দেল ভাইয়ে-র জনসংখ্যা মোটে ৩০০ জন। এই শহরের প্রশাসনই এমন অনন্য নজির সৃষ্টি করেছে। পৃথিবীর প্রথম শহর হিসাবে এখানে কুকুর ও বিড়ালের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সেখানকার প্রশাসনের সভায় সর্বসম্মতভাবে বিড়াল ও কুকুরকে ‘নন হিউম্যান রেসিডেন্টস’ বলে আখ্যা দিয়ে তাদের অধিকারকে সুনিশ্চিত করা হয়েছে। সেখানকার প্রধান পেদ্রো জে পেরেস এসপিনোসা জানান, প্ল্যানিং সেশনে গত সোমবার এই বিষয়টি ঠিক করা হয়। কুকুর ও বিড়ালরা আমাদের সঙ্গেই হাজার বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে। সেজন্যই তাদের অধিকার সুরক্ষিত করতেই এই আইন বলবৎ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/পি

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *