Connect with us

কুড়িগ্রাম

কুড়িগ্রামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

Published

on

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলীর হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা নির্বাচন অফিসের আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ লাখ ২০হাজার ১৪৫জন ভোটারের মধ্যে ২লাখ ৬হাজার ৩৩৮জনকে দেয়া হবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। এই কার্যক্রম চলবে ২৩মার্চ ২০১৮সাল পর্যন্ত। স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রদান করা হবে।
পৌর মেয়র আব্দুল জলিলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, ইউএনও আমিন আল পারভেজ প্রমুখ।
বক্তারা জানান, কুড়িগ্রামসহ সারাদেশে ১০টি জেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে নাগরিকগণ সরকারের ২৫টি সেবা সুবিধা পাবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *