Connect with us

দেশজুড়ে

গলাচিপায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার ২য় দিন

Published

on

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়খালী): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিগত ৯ বছরের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশকে দেশের জণগণের সামনে তুলে ধরার লক্ষ্যে সারা বাংলাদেশের ন্যায় গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল সরকারি-বেসরকারি ব্যাংক, বীমা, সেবা প্রতিষ্ঠান, এন জি ও সংস্থার সহযোগিতায় গলাচিপা উপজেলা বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলে মাঠে ৪৬ টি স্টল নিয়ে ৩ দিন ব্যপী উন্নয়ন মেলা/১৮ শুভ উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণার পর স্থানীয় প্রশাসন এবং মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টলের কার্যক্রম ও বিভিন্ন ধরণের উন্নয়ন কর্মকান্ড, সেবা প্রদান, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, বিনামূল্যে স্বাস্থ্য সেবা, কৃষি উপকরণ, শিক্ষার উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট নির্মাণ, প্রাণী সম্পদ, প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের নানাবিধ উন্নয়ন, ঘূর্ণিঝড় প্রস্তুতি, আয়কর, গ্রামীণ আদালতের কার্যক্রম, কমিউনিটি স্বাস্থ্য সেবা, পরিকল্পিত পরিবার পরিকল্পনা সহ মেলায় প্রতিটি স্টলে ব্যানার, ফ্যাস্টুন, লিফলেট সহ ভিডিও চিত্রের মাধ্যমে গণমানুষের কাছে তুলে ধরা হয়। এছাড়া মেলায় শীতের পিঠা সহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কারের আয়োজন করা হয়েছে বলে জানা যায়। উন্নয়ন মেলার উদ্বোধনের পূর্বে গলাচিপা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব তৌছিফ আহমেদ এর নেতৃত্বে সকল সরকারি-বেসরকরি এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষ, শিক্ষার্থীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুধী গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে ব্য্ন্ডা পার্টি শোভাকারে এক বিরাট উন্নয়ন মেলার আনন্দ শোভা র‌্যালী মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহ অফিসার জনাব তৌছিফ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনির হোসেন , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহিদ হোসেন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সুমিত কুমার দত্ত মলয়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাত আহমেদ মাসুদ,সাংবাদিক সঞ্জিব দাস সহ উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি অংশ নেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *