Connect with us

খেলাধুলা

চট্টগ্রামে তৃণমূল পর্যায়ে সেপাক টাকরো খেলোয়াড় প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

Published

on

Sepak Takraw-2চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা’র ব্যবস্থাপনায় সেপাক টাকরো কমিটির পৃষ্ঠপোষকতায় আয়োজিত তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত সেপাক টাকরো খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ ক্যাম্প/১৬ আজ বুধবার বিকেল সাড়ে ৪ টায় সিজেকেএস প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করলেন সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সদস্য মিসেস পারভীন লায়লা। সিজেকেএস কাউন্সিলর ও সেপাক টাকরো কমিটির চেয়ারম্যান নোমান আল মাহমুদ ও কমিটির ভাইস চেয়ারম্যান এবিএম খালেদুজ্জামান দাদুল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী এমজেএফ, আলহাজ্ব আবুল হাশেম, মোহাম্মদ ইউসুফ, মো: মশিউর রহমান চৌধুরী, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, সিজেকেএস কাউন্সিলর দিদারুল আলম, ডা. তিমির বরণ চৌধুরী, অনুপ বিশ্বাস, সেপাক টাকরো কমিটির ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ চৌধুরী, সম্পাদক ও বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সদস্য লুৎফুল করিম সোহেল, কমিটির যুগ্ম-সম্পাদক এস এম গিয়াস উদ্দীন বাবর, সাইফুল্যা মুনির, নিজাম উদ্দিন নিজু, মাসুদুল ইসলাম, আল হাসান মঞ্জুর, আল মামুনুল করিম, মো: রোবায়েত শফি প্রমূখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ সহ অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *