Connect with us

চট্রগ্রাম

চট্টগ্রামে সরকার অনুমোদিত (মাশিউসস) এর কর্মকান্ডে বাধা দেওয়ায় সংবাদ সম্মেলন

Published

on

সরোয়ার,চট্রগ্রাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতৃক অনুমোদিত “মা ও শিশু উন্নয়ন সহায়ক সংস্থা এর কার্যক্রমে বাধাদান এবং মিডিয়াকে বিভ্রান্ত করে ভুল সংবাদ প্রচার করায় চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মা ও শিশু উন্নয়ন সহায়ক সংস্থা (মাশিউসস) এর চট্টগ্রাম জেলার মনিটরিং অফিসার মো. কুতুব উদ্দিন রাজু জানান যে গত ০৮/০৪/২০১৭ইং তারিখে চট্টগ্রাম জেলার বন্দর থানার অন্তর্গত আনন্দ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতৃক অনুমোদিত হেপাটাইটিস বি এর জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার সময় উক্ত এলাকার কিছু উৎশৃঙ্খল মানুষ বাধা দেয় এবং তারা একটি উৎশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে উক্ত সংস্থার এর তিন কর্মকর্তা কে বন্দর থানায় সোপার্দ করে। বন্দর থানা মাশিউসস এর সকল সরকারী অনুমোদন যাচাই সাপেক্ষে কর্মকর্তাদের ছেড়ে দেন। অপর দিকে ওই দিন ই উক্ত এলাকার কতিপয় উৎশৃঙ্খল একটি চক্র মিডিয়াকে ভুল তথ্য প্রদান করে এই সংস্থার বিষয়ে ভুল খবর প্রকাশ করে যার ফলে মা ও শিশু উন্নয়ন সহায়ক সংস্থা এর ভাবমূর্তি ক্ষুন্ন হয়। উক্ত সংস্থার পক্ষ থেকে মিডিয়া কে সবসময় বস্তুনিষ্ট এবং সঠিক তথ্য যাচাই সাপেক্ষে সংবাদ প্রকাশ করা এবং মাশিউসস এর জনসচেতনতামূলক সকল কার্যক্রমে দেশের সর্বস্থরের জনসাধারণকে সহয়তা করার জন্য আহবান জানানো হয়। বাংলাদেশ সরকার অনুমোদিত সকল সংস্থার কর্মকান্ডে প্রসাশন এবং দেশের সকল প্রচার মাধ্যমের সহায়তা প্রদানের মধ্যামে জনকল্যাণকর কাজের প্ররিধি বিস্তারে সার্বিক সহায়তার পাওয়ার আশ্বাস রেখে উক্ত সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো: মকছুদুর রহমান ( তথ্য উপাত্ত সংগ্রহকারী) মো: মোহাইমিনুল ইসলাম টিটু (তথ্য উপাত্ত সংগ্রহকারী ও কাউন্সিলর) রোজিনা আক্তার ( স্বাস্থ্য সহকারী ও কাউন্সিলর ) মো: শাহাদাত হোসেন ( সহকারী তথ্য উপাত্ত সংগ্রহকারী ও কাউন্সিলর ) মো. জয়নাল আবেদীন (সহকারী তথ্য উপাত্ত সংগ্রহকারী ও কাউন্সিলর )মো. আরমান হোসেন (স্বাস্থ্য সহকারী ও কাউন্সিলর )

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *