Connect with us

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

Published

on

pic4চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা সমাবেশ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোর্য়াদ্দার ছেলুনের সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে চুয়াডাঙ্গা সরকারী কলেজ প্রাঙ্গনে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন কলেজের ছাত্র/ছাত্রীদের উপস্থিততে উচ্চ শিক্ষার মান বাড়াতে একটি শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ. ম.স আরেফিন সিদ্দিক , এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্তিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আব্দুস সালাম ও ঢাকা বিম্ববিদ্যালয় পরিবারের সদস্য এনটিভির বিশেষ প্রতিনিধি চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান আহম্মেদ পিপুল। শিক্ষা সমাবেশ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস , চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যাক্ষ অধ্যাপক কামরুজ্জামান , চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান , চুয়াডাঙ্গা পৌর সভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু , সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ,চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাধারন সম্পাদক তানিম হাসান তারেক ,অনুষ্ঠানে প্রধান অতিথিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অনিক জোর্য়াদ্দার ,অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কলেজে শিক্ষকরা ছাত্র ছাত্রীদের সাথে মিশে যেতে হবে । শুধু মাত্র ছাত্র ছাত্রীদের শাসন করলেই শিক্ষার মান উন্নায়ন করা সম্ভব নয়। ছাত্র ছাত্রীরা নিয়মিত কলেজে আসছে কিনা তারা কেমন লেখাপড়া করছে সে দিকে শিক্ষকদের খেয়াল রাখা উচিৎ ছাত্র ছাত্রীদের নিয়ে সপ্তাহে কিংবা মাসিক বিভিন্ন বিষয়ের উপরে প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান করতে হবে । তা হলে ছাত্র ছাত্রীরা পড়াশোনাই মনোযোগী হবে । আগের দিনে লেখাপড়ার জন্য কত কষ্ঠ করতে হতে অনেক সময় দেখা গেছে টাকার অভাবে মেধাবী ছাত্র ছাত্রীরা লেখাপড়া থেকে ঝরে পড়তে কিন্তু বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি শিক্ষিত জাতী হিসাবে বিশ্বে পরিচিত করতে দিন ভর কাজে করে চলেছেন । এখন স্কুল কলেজে লেখাপড়া করতে তেমন খরচ হচ্ছে না প্রথম শ্রেনী হতে এস এস সি পর্যন্ত ছেলে-মেয়েদের হাতে বিনামুল্যে বই বিতারন করা হচ্ছে এমন কি লেখাপড়ার জন্য মেয়ে ছেলে উভয়কে উপবৃত্তি প্রদান করছে যাতে করে দিন দিন দেশে শিক্ষার হার বেড়েই চলেছে । বিগত সরকারের আমলে দেখে গেছে স্কুল ,কলেজের শিক্ষকরা দির্ঘ দিন তাদের ন্যার্য বেতন ভাতা পেত না যার ফলে শিক্ষকরা অনেক সময় লেখাপড়াই ফাকি দিত কিন্তু বর্তমান সরকার শিক্ষকদের কথা চিন্তা করে বেতন ভাতা বৃদ্ধি করেছে শুধু মাত্র লেখাপড়ার মানকে বাড়ানোর জন্য এ গত বছর আমরা দেখেছি একটি জাতি তখননি উন্নত দেশে পরিনত হবে যখন সেই দেশে শিক্ষার মান বেশি থাকে তাই সেই দিকে খেয়াল রেখে উচ্চ শিক্ষার মান বাড়াতে হবে । তাছাাড়াও এ সমাবেশ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *