Connect with us

জয়পুরহাট

জয়পুরহাটে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে গোলটেবিল বৈঠক

Published

on

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা হেযবুত তওহীদের স্থানীয় কার্যালয়ের আয়োজনে আক্কেলপুরে জঙ্গিবাদ সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ১০ই আগষ্ট বৃহঃস্পতিবার সকাল ১০ ঘটিকায় আক্কেলপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে হেযবুত তওহীদের জয়পুরহাট জেলা সভাপতি মোঃ আবু রায়হান এর সভাপতিত্বে পবিত্র আল কুরআন তেলোয়াত করেন এলাকার স্থানীয় মসজিদের ইমাম মোঃ মেহেদী হাসান সাগড় । মূখ্য আলোচক হিসেবে হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, মাদক, দূর্নীতি, ধর্ষন আত্যাদি বহুরকম সমস্যা বিরাজ করছে আমাদের সমাজে। এটা অনস্বীকার্য যে, এসব সমস্যা সমাধানের জন্য শক্তি প্রয়েগ ও কঠোর আইনের পাশাপাশি প্রয়োজন সঠিক আদর্শের মাধ্যমে মানুষের আত্মিক পরিবর্তন সাধন করা, আমরা হেযবুত তওহীদ সেই কাজটিই করে চলেছি। উপরন্ত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বর্তমান বিশ্বের সবচেয়ে বরো সংকট হিসেবে দেখা দিয়েছে। এই জঙ্গিবাদকে কাজে লাগিয়ে পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলো একের পর এক মুসলিম দেশ ধংস করে দিচ্ছে। একটি মুসলিমপ্রধান দেশ হিসেবে বাংলাদেশও এই হুমকির বাহিরে নয় বরং সাম্প্রতিক সময়ে সংঘটিত অনেক ঘটনা প্রমান করে, বাংলাদেশেও জঙ্গিবাদী তান্ডব সৃষ্টি করে সাম্রাজ্যবাদীদের এজেন্ডা বাস্তবায়নে এক গভীর ষরযন্ত্র চলছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদী চক্রান্তের হুমকি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সর্বস্তরের মানুষকে সচেতন করে তোলা অপরিহার্য। তিনি আরো বলেন দুনিয়াময় এই মুসলিম জাতির উপর কী অবর্ণনীয় দুর্দশা চলছে তা নিয়ে আমাদের ভাবতে হবে কারন কেউ যেন আমাদের ধর্ম বিশ্বাসকে ভ’লখাতে ব্যাবহার করে সন্ত্রাস ও জঙ্গীবাদি কর্মকান্ডে লিপ্ত করতে না পারে। সারা দেশে ওয়াজ মাহফিল, আলোচনা, বক্তৃকা, সেমিনার অনেকই হলো কিন্তু সমাধান এলোনা এবার একটু থেমে সুস্থ মাথায় চিন্তা করতে হবে আমরা আসলে কোন পথে এগোচ্ছি জানতে হবে যে, আজ মানবজাতি যে পথ ধরে এগোচ্ছে সেটা সঠিক পথ কিনা, যদি সঠিক পথে থাকি তাহলে আজ এমন পরিস্থিতি কেন, আর যদি পথ হারাই তাহলে সেটা কোথায় হারিয়েছি, কখন হারিয়েছি তা নিয়ে ভাবতে হবে তানাহলে আমাদের এ জাতি বিনাশ হয়ে যাবে। চলমান বৈশিক সংকট থেকে জাতির মুক্তির পথ নিয়ে সারাদেশে মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হেযবুত তওহীদের সদস্য সদস্যারা নিজেদের জিবন সম্পদ দিয়ে নিঃসার্থভাবে শহড়, বন্দর, গ্রামগঞ্জ, পাড়া মহল্লা পর্যন্ত গিয়ে মানুষকে ন্যায় সত্য হকের পক্ষ্যে আহবান করে যাচ্ছে। আমরা সাধারন মানুষের সামনে ইসলাম ধর্মের সঠিক রুপ তুলে ধরার চেষ্টা করছি। আমরা মনে করি সাধারন মানুষের সামনে যদি ধর্মের সঠিক রুপ তুলে ধার যায় তাহলে তারা কোন ধরনের অপব্যাখ্যা দ্বারা প্রভাবিত হয়ে বিপথগামী হবেনা। গোলটেবিল বৈঠকে আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক বাবলু তার বক্তব্যে বলেন হেযবুত তওহীদের এই মহোতী কার্যের সফলতা ব্যক্ত করে সবাই ভাই ভাই হয়ে একসাথে কাজ করে বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত একটি শক্তিশালি রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। আক্কেলপুর উপজেলা ক্রীয়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ইমদাদুল হক খোকন বলেন বর্তমানে সারা দেশে যারা বিভিন্ন এলাকার নেতৃত্বস্থানীয় যারা জনগনের প্রতিনিধিত্ব করছেন আমার মনেহয় তাদের সবার কাছে হেযবুত তওহীদের কর্মিরা তাদের কার্যক্রমের বিষয়বস্তু উপস্থাপন করলেও তাদের কাছ থেকে তেমন কোন সারা পাচ্ছেনা। যদি চেয়ারের অধিকারী ব্যক্তিরা দেশপ্রেমে উদবোদ্ধ হয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হেযবুত তওহীদের এমন মহতি কার্যক্রমে এগিয়ে আসত তাহলে খুব সহজে আমাদের এই সোনার বাংলার জনসাধারন অনাবিল শান্তিতে বসবাস করতে পারত এবং জাতীর মধ্যে কোন প্রকার অন্যায়, হানাহানি, রক্তপাত ও দলাদলি থাকতনা। আক্কেলপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ কাজী মুরাদ শাকিল বলেন আমি হেযবুত তওহীদের কার্যক্রম অতিকাছ থেকে দেখেছি এবং যাচায় বাছায় করে দেখেছি তারা নিজেদের জীবন সম্পদ উৎর্স করে মানবতার কল্যানে সবসময় তারা দেশ ও জাতীর মঙ্গলে ইসলামের প্রকৃত রুপ রেখা তুলে ধরে মানুষকে ন্যায়, শান্তি ও সত্যের পথে আহবান করে চলেছে। সাপ্তাহীক সত্যের পথে পত্রিকার সম্পাদক সরদার নূরনবী আরিফ বলেন আল্লাহ আমাদের বুদ্ধি বিবেক দিয়েছেন এবং তা কাজে লাগিয়ে যাচায় করে দেখার জন্য, কেউ তার নিজ সার্থ হাসিলের জন্য ইসলামের দোহায় দিয়ে কিছু বলল আর অমনি যাচায় নাকোরে দৌরে গিয়ে ধংসযঙ্গ ও জাতী বিনাসি কাজে লিপ্ত হওয়া যাবেনা, আগে যাচায় করে দেখতে হবে সে যা বলছে তা সত্য বলছে কিনা এবং তার উদ্দেশ্য জাতীর জন্য মঙ্গলকর কিনা। যদি সঠিক হয় তাহলে সেই কাজের সর্বাত্মক সহযোগিতা করা এবং ভ’ল হলে তা বর্জন করা। জয়পুরহাট জেলা জাসদের সভাপতি আবুল খায়ের সাখোয়াত বলেন আপনারা যে কাজ করছেন তা অত্যান্ত সময়পযোগী। আক্কেলপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ আল ইমরান রাব্বী বলেন, হেযবুত তওহীদের লক্ষ উদ্দেশ্য খুবই ভালো এইদলের সদস্যরা দেশপ্রেমের ঈমানি চেতনা থেকে উদবোদ্ধ হয়ে মানবতার মুক্তির জন্য সারা দেশব্যাপী নিঃসার্থভাবে কাজ করে যাচ্ছে, আমি তাদের কাজের উত্তর উত্তর সফলতা কমানা করছি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহম্মেদ নূহু, আক্কেলপুর উপজেলা আওয়ামী মহিলা যুবলীগের আহবায়ীকা মোছাঃ নাসিমা আক্তার, আক্কেলপুর উপজেলা জাসদের সভাপতি এস. এম জাহাঙ্গীর হোসাইন (উজ্জল), আক্কেলপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান শাহিন, আক্কেলপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোকছেদ আলী মাষ্টারসহ এলাকার স্থানীয় ব্যাক্তিবর্গ ও হেযবুত তওহীদের নেতাকর্মিরা । উক্ত গোলটেবিল বৈঠকের সঞ্চালনা করেন হেযবুত তওহীদের আক্কেলপুর উপজেলা সভাপতি মোঃ মাসুদ রান চৌধুরী। আলোচনা শেষে এক প্রিতি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *