Connect with us

ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

Published

on

মনিরুজ্জামান, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৫’র উদ্বোধন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল হাই।

‘কৃষিই সমৃদ্ধি’ এ শ্লোগানকে সামনে রেখে শৈলকুপা উপজেলা চত্বরে আগামী ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় প্রধান অতিথির আগমনের মধ্যে দিয়ে বর্ণাঢ্য র‌্যালী শেষে স্টল পরিদর্শন ও শুভ উদ্বোধনে সাথে মেলা চলাকালীন প্রতিদিন বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আগামী ১০ মার্চ সমাপনী ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অন্যানের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শাহ্ মোহাঃ আকরামুল হক, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা ও আফরোজা নাসরিন লিপি প্রমুখ। র‌্যালীতে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষি ও কৃষকের জীবন জীবিকায় বর্তমান সরকারের সাফল্য তুলনাহীন তিনি কৃষি প্রযুক্তি মেলার সফলতা কামনা করে উপজেলার প্রত্যন্ত এলাকার কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষিসেবা যোগানের প্রতিশ্র“তি ব্যক্ত করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *