Connect with us

খুলনা

ডুমুরিয়ার ঘোষড়ায় বন্যা পরিস্থিতির অবনতি

Published

on

ডুমুরিয়া প্রতিনিধি, খুলনা ॥

ডুমুরিয়া উপজেলার নরনিয়া কাটাখালি চার লেন বিশিষ্ট সুইচ গেট বুড়ি ভদ্রা খালের উপর অবস্থিত । এর দুপাশ ভদ্রা নদী ও কপোতাক্ষ নদীর সাথে মিশে আছে। গত কয়েক দিন বৃষ্টিতে ঘোষড়া বিলের ভেড়ি বাধ ভেঙ্গে বন্যায় ঘোষড়া বিলসহ গুরুত্বপূর্ণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে। ঘোষড়ার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীদের কয়েক দিনের টানা বর্ণনে দুর্ভোগ বেড়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তা।

ঘোষড়ার জনসংখ্যার  ২৩০০, ভোটার সংখ্যা- ৭০০, বসত বাড়ি- ৩৫০। এই গ্রামে একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা আছে। এখান থেকে নিয়মিত টোল আদায় করে আসছে ইউনিয়ন পরিষদের প্রসাশন। কিন্তু পরিষদের উন্নয়নের কোন ছোয়া লাগেনী, নেই বন্যার পানি সরানোর ব্যবস্থা। সমান্য বৃষ্টি হলেই ঘোষড়া জলবদ্ধতার সৃষ্টি হয়। ডুবে যায় ঘোষড়ার রাস্তা-ঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ বসত বাড়ি ও রাস্তা-ঘাট গুলো। জলবদ্ধতা ও কাদা ও খানা খন্দকে এলাকা মানুষের মরণ ফাদে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ঘোষড়া কৃষকের সবজি চাষের ফসলি জমি ও পাটের ফসলী জমি ।ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ লক্ষ টাকা। এখনও বন্যা দুর্গতের সরকারি কোন সহযোগীতা পায়নি। ৬নং  ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহাবুর রহমান গাজীর উদ্যোগে ঘোষড়া বুড়ি ভদ্রা খালের ভেঙ্গে যাওয়া ভেড়ি বাধ কিছু স্বেচ্ছাসেবী নিয়ে দ্রুত বাধ সংস্কার করা হয়।

বিডিপত্র/এম এম-২১-০৮-২০১৭

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *