Connect with us

দেশজুড়ে

পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে কর্তৃপক্ষের; নড়াইলে চিত্রাসেতু নির্মাণ কাজ অচিরেই শুরু

Published

on

narail-chitra-satu-উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল চিত্রা নদীর উপর নির্মানাধীন ব্রীজের কাজ নড়াইল শহরের অংশ ৩ মাস যাবৎ বন্ধ। এ সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের পর টনক নড়েছে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর। এলজিইডি’র নকশা ত্রুটি’র কারনে নির্মাণ কাজ করতে পাছে না ঠিকাদার। অপর দিকে প্রধান প্রকৌশলীর দপ্তরের নকশা শাখার সিদ্ধান্তহীনতা ও গাফিলতির কারনে নির্ধারিত সময়ে ব্রীজের নির্মাণ সম্পন্ন করতে অনিশ্চিত হয়ে পড়েছে মর্মে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে। বৃহস্পতিবার দুপুরে এলজিইডি’র অতিরিক্ত প্রদান প্রকৌশলী মো: খলিলুর রহমানের নেতৃত্বে প্রকল্প পরিচালক প্রকৌশলী প্রভাষ চন্দ্র বিশ্বাস, প্রকৌশলী বিপুল মন্ডল, প্রকৌশলী আজহারুল ইসলাম নির্মাণাধীন ব্রীজ সরোজমিনে পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন নড়াইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল মোতালেব বিশ্বাস, নির্মাণাধীন ব্রীজের “এমবিইএল-ইউডিসি জেভি” ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী ও ইউডিসি কনস্ট্রাকশনের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মো: কালাম হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী কাজী ইসমাইল হোসেন লিটন, বিএম রচিকুর রহমান, চৌধুরী বাবলুসহ স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ। পরিদর্শনকালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী উপস্থিত সাংবাদিক ও স্থানীয় বর্তমান চিত্রা ব্রীজের সৃষ্ট সংকট নিরসন সম্পর্কে জানতে চাইলে তিনি কোন জবাব না দিয়েই নড়াইল ত্যাগ করেন। তাৎক্ষনিক উপস্থিত নড়াইলবাসি তার এহেন আচারনে ক্ষুদ্ধ হন। নড়াইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল মোতালেব বিশ্বাস জানান, অচিরেই পূর্ণাঙ্গভাবে ব্রীজ নির্মাণ কাজ শুরু হবে। নির্মাণ কাজ ৩মাস বন্ধ রয়েছে এ কথা তিনি অস্বীকার করেন। এসময় ঠিকাদার ইঞ্জিনিয়ার মো: কালাম হোসেন স্থানীয়দেরকে জানান, আগামি বুধবার ঢাকাতে ব্রীজের প্লানিংএ যে সমস্ত টেকনিক্যালসহ অন্যান ত্রুটি রয়েছে সে সকল ত্রুটি সমূহ সমাধান করা বলে এলজিইডি’র অতিরিক্ত প্রদান প্রকৌশলী মো: খলিলুর রহমান আশ্বস্ত করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *