Connect with us

ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীর নাজমিনের মৃত্যুতে শোক র‍্যালী ও প্রতিবাদ সভা

Published

on

জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী: গতকাল সোমবার সকালে সড়ক দূর্ঘটনায় নাজমিন আক্তারের অকাল মৃত্যুতে কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে শোক র‍্যালী ও নিরাপদ সড়ক রক্ষায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির মেধাবী ছাত্রী নাজমিন আক্তার সড়ক দূর্ঘটনার অকাল মৃত্যুতে প্রতিষ্ঠানে চলছে শোকের মাতম। আজ সকাল সাড়ে ১০ টায় শোক র‍্যালী ও নিরাপদ সড়ক রক্ষার্থে প্রতিবাদ সভা করেন কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুওসুও ইউ’পি চেয়ারম্যান আব্দুস সালাম, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল্লাহীল বাকী, ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাঃ সাইদুর রহমান, কলেজের সহকারী শিক্ষক সহ ছাত্র-ছাত্রী বৃন্দ। র‍্যালীটি কালমেঘ কলেজ হতে বের হয়ে বারঢালী চৌরাস্তা মোড়ে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ করেন। এসময় বক্তারা বলেন নাজমিনের মত মেধাবী ছাত্রীর অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আর যেন কোন নাজমিনের প্রাণ হারাতে না হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে আর যাতে করে আমরা কাউকে না হারায় তার জন্য নিরাপদ সড়ক, অদক্ষ চালক দিয়ে যাতে বেপরোয়া ভাবে গাড়ী চলাচল না করে। সড়ক চলাচলের যোগ্য করে তুলতে হবে। কিছু মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য মহাসড়ক চাতালে পরিনত করেছে। মহা সড়কে প্রতিনিয়ত ধান, গম, ভূট্টা মাড়াই করছে এবং খড় শুকাতে দেওয়ার কারণে দূর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, নাজমিনের মত মেধাবী ছাত্রীর মৃত্যু মেনে নেওয়ার মত না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ঘণ করে বলতে চাই আর যাতে করে সড়ক দূর্ঘটনার কবলে কারো প্রাণ না হারাতে হয়। পরবর্তীতে এধরনের সড়ক দূর্ঘটনা ঘটলে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিব এবং নাজমীনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও নাজমিনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *