Connect with us

দেশজুড়ে

বিকাশ এজেন্টের একাউন্ট থেকে ৫০ হাজার টাকা লাপাত্তা!

Published

on

বিকাশউজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল শহরের বানিজ্যিক রূপগঞ্জ এলাকার পোস্ট অফিসের পার্শ্বে শুরফুল ইসলাম নামের এক বিকাশ ব্যবসায়ীর বিকাশ নম্বর থেকে ৫০ হাজার টাকা লাপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ী এ ব্যপারে নড়াইল থানায় একটি জিডি করেছেন । জিডি নম্বর-৬৬৮।
অভিযোগে জানা গেছে , গত ১৯ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে এ ব্যবসায়ীর বিকাশ নম্বর-০১৭৯১-১৩১৪১৭ নম্বরে বিকাশ অফিসের ০১৭৯৮-২৪০২২৪ নম্বর থেকে ফোন করে বলা হয় আমাকে একটি নতুন সিম দেওয়া হবে। আমাকে কয়েকটি নম্বর টাইপ করতে বলা হয়। পরে আমি নম্বরগুলি টাইপ করা মাত্র আমার বিকাশ নম্বরে থাকা ৫০ হাজার টাকা লাপাত্তা হয়ে যায়। পরবর্তীতে দেখতে পেলাম আমার নম্বর থেকে০১৯৭৯-১১১৬৬১ নম্বরে ১৬ হাজার ৯৯ টাকা ও ০১৭৯৯-৫৩০৮১৬ নম্বরে ৩১ হাজার ৯শত ৯৭ টাকা ক্যাশ আউট করে নেয়।
ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেছেন, বিকাশ অফিসের নম্বর থেকে ফোন আসায় আমি বিষয়টি বিশ্বাস করে টাকা দিয়ে আজ আমি পথে বসেছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *