Connect with us

বিবিধ

বিশ্বের সবথেকে পাতলা স্মার্টফোন

Published

on

2015020410141452রকমারি ডেস্ক:
বিশ্বব্যাপী নিত্যনতুন সব স্মার্টফোনের জোয়ারে যেনো থেমে নেই পাতলা স্মার্টফোন আনার প্রতিযোগিতাও। কোন কোম্পানী কতোটা পাতলা ফোন এনে ক্রেতাদের আকৃষ্ট করতে পারে, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানসমূহের মধ্যে যেনো চলছে সেই প্রতিযোগিতা। সম্প্রতি চায়নিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো মাত্র ৪.৮৫ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোন Oppo R5 বাজারে এনেছে, এর কিছুদিন পর আরেক প্রতিষ্ঠান ভিভো ঘোষণা দিয়েছে ৪.৭৫ মিলিমিটার পুরুত্বের Vivo X5 Max এর। তবে সবাইকে ছাপিয়ে এবারে কুলপ্যাড ঘোষণা দিলো মাত্র ৪.৭ মিলিমিটার পুরুত্বের Coolpad Ivvi K1 Mini Gi এর – যা এখন বিশ্বের সবথেকে পাতলা স্মার্টফোন। কুলপ্যাড Ivvi K1 Mini ফোনটি মূলতঃ মিডরেঞ্জের স্মার্টফোন, এলটিই সুবিধাসম্পন্ন এই ফোনটিতে খ্যাতনামা চিপসেট নির্মাতা কোয়ালকমের ৬৪ বিটের চিপসেট যাপড্রাগন ৪১০ ব্যবহৃত হয়েছে। ৪.৭ ইঞ্চি ডিসপ্লেবিশিষ্ট এই ফোনটিতে আরও রয়েছে ১ গিগাবাইটের র‌্যাম, ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ১,৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী।

একনজরে Coolpad Ivvi K1 Mini এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ

৪.৭ ইঞ্চি ডিসপ্লে
১.২ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর
পড্রাগন ৪১০ চিপসেট
১ গিগাবাইট র‌্যাম
৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
১,৮০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী

মূল্য ও প্রাপ্যতা:
মার্চে চীনের বাজারে আসবে সাদা রংয়ের Coolpad Ivvi K1 Mini, আর এর মূল্য হবে ২০৭ মার্কিন ডলার (বাংলাদেশী প্রায় ১৬,০০০ টাকা)। তবে ঠিক কবে আসবে তা এখনও অজানা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *