Connect with us

জাতীয়

ব্যক্তিগত দ্বন্দ্বেই ইউপিতে সংঘাত, রাজনৈতিক দ্বন্দ্বে নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

231201asadujjan_khan_mobtry

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংঘর্ষ ও হামলার ঘটনা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই ঘটেছে, রাজনৈতিক দ্বন্দ্বে নয়।
রবিবার বিকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শনিবারের সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমত দায়িত্ব পালন করেছে। আপনারা দেখেছেন, রাজশাহী বাগমারায় যে ঘটনা ঘটেছে। আমরা প্রথমে শুনেছি অনেক মানুষ মারা গেছেন। কিন্তু পরে জানতে পারি দুজন মারা যান। একজন হার্ট হ্যাটাকে, অন্যজন গোলাগুলিতে মারা যান।
তিনি আরো বলেন, দুজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয়।
কুমিল্লার ঘটনা উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সেখানেও দুজন প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়।
এসব সংঘর্ষ রাজনৈতিক দ্বন্দ্ব থেকে নয়। ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয়েছে বলেই তিনি উল্লেখ করেন।
ইউপি নির্বাচনে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে উল্লেখ করে তিনি বলেন, আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও এ ধরনের সংঘর্ষ ঘটে থাকে।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা ও রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান শেষে সাংবাদিকরা মন্ত্রীর কাছে এসব প্রশ্ন করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *