Connect with us

দেশজুড়ে

ময়মনসিংহের অষ্টধার ইউনিয়নে ১০ টাকা কেজি চাল বিতরণ

Published

on

2-1
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের সদরে অষ্ঠধার ইউনিয়নে তালিকাভুক্ত ডিলারের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাল বিতরনের কোন অভিযোগ পাওয়া যায় নাই। সপ্তাহে তিনদিন বিতরন করা হয় এই চাউল, শুক্র, শনিবার ও রবিবারে । সরেজমিনে এই প্রতিবেদক স্থানীয় কার্ডধারী প্রায় ১০/১৫জন হতদরিদ্রদের সাথে বিভিন্ন ভাবে কথা বলেন কিন্তু গ্রহকরা জানান ওজনেও ঠিক কোন হয়রানির সুযোগ নাই। আমরা শান্তিপর্ণ ভাবে চাল পাচ্ছি। চেয়ারম্যান সাহেবের জন্য সঠিকভাবে চাল বিতরন করছে এই রকমই মন্তব্য করেন অষ্ঠধার ইউনিয়নের চরশাশা গ্রামের আবেদা খাতুন। রেহাই তারপুরের আব্দুল মান্নান ও একই কথা বলেন। এই ব্যাপারে অষ্ঠধার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তারেক হাসান(মুক্তা) তিনি তার বক্তব্যে বলেন, আমার ইউনিয়নে হতদরিদ্রর সংখ্যা অনেক কিন্তু সরকার মাত্র ১৯৫৫টি কার্ড বরাদ্দ দিয়েছেন যদি আর ও কিছু কার্ড বরাদ্দ পেতাম তা হলে অনেক হতদরিদ্রদের উপকারে আসতো। অষ্ঠধার ইউনিয়নে দুইজন ডিলার একজন মোঃ আব্দুল বারেক আর একজন মোঃ ওয়াসিম আলী তারা সঠিক ভাবে চাল বিতরন করছেন বলে এলাকাবাসী জানান। অন্যান্য ইউনিয়নের তুলনায় আমার ইউনিয়ন অনেক অবহেলিত শিক্ষার হার ও কম কর্মসংস্থান না থাকায় এইখানে হতদরিদ্রর সংখ্যা বেশী। আমার এখানে কোন রকম অনিয়ম হলে আমাকে জানানোর জন্য বলেছি আমি যতটুকু পারি মাননীয় প্রধান মন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাব। এলাকার স্বার্থে, জাতির স্বার্থে,দেশের স্বার্থে কাজ করবেন বলে তিনি জানান।অষ্ঠধার বাজারের ডিলার মোঃ আব্দুল বারেক তিনি বলেন, আমরা সুষ্ঠভাবে চাল বিতরণ করছি। কোন অভিযোগ থাকলে আমাদের জানান আপনারা যদি আসেন তাহলে সঠিক কথাটা বেড়িয়ে আসবে। স্থানীয় এবং এলাকাবাসী অষ্ঠধারের কোন অভিযোগ পাওয়া যায়নি। এভাবে যদি চাল বিতরণ সকল জায়গায় হতো তাহলে চাউলের নামে এত অভিযোগ আসতো না বলে জানান এলাকাবাসী।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *