Connect with us

রাজনীতি

রংপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পেছনে সরকারের মদদ রয়েছে: রিজভী

Published

on

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মীয় অবমাননার কথিত অভিযোগে রংপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনার পেছনে সরকারের মদদ রয়েছে। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে রংপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় মদদ না থাকলে এই ঘটনা ঘটতো না। সুতরাং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশেষ নীলনকশায় এই কাজ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিজভী এ কথা বলেন।

‘রোহিঙ্গাদেরকে মানবিক সহায়তা নয়, ত্রাণের নামে শোডাউন ছিল বিএনপির- ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্যে উল্লেখ করে রিজভী বলেন, গত ২৫ আগষ্ট বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল যখর শুরু হলো, তখন কিন্ত সরকার (আসহায় রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকতে দেননি। আমাদের দাবীর মুখে দিতে বাধ্য হয়েছেন।সরকার কি এগুলো বেমালুম ভুলে গেছেন? ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীরা ঈর্ষায় পাগল হয়ে গেছেন। এজন্য তারা অসংলগ্ন কথাবার্তা বলছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *