Connect with us

ঢাকা বিভাগ

রাজৈরে দরিদ্র দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০০ পরিবারের মধ্যে কেজে আরসির ত্রাণ বিতরণ ।

Published

on

মোঃ ইব্রাহীম, রাজৈর(মাদারীপুর) সংবাদদাতা।20161026_134437
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার দরিদ্র দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০০ পরিবারের মধ্যে আজ বুধবার দুপুরে হেলিপ্যাড চত্বরে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির জরুরী ত্রান সামগ্রী ও পোষাক বিতরন করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১৫ কেজি চাল,৩ কেজি মশুরের ডাল, ১ লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫ কেজি আলু এবং ৫ প্যাকেট খাবার স্যালাইন। এছাড়াও ৫০০ শাড়ী ও ৫০০ লুঙ্গী বিতরন করা হয়।
জেলা আওয়ামীলীগ সভাপতি সাহাবুদ্দিন মোল¬ার সভাপতিত্বে ত্রাণ বিতরন অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে অর্থায়নকারী সংস্থা কুয়েত আওক্বাফ পাবলিক ফাউন্ডেশনের এ্যাডমিন কো-অর্ডিনেটর ইউসুফ আল-কান্দারী, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির বাংলাদেশের মহাপরিচালক ড. গাজী মোঃ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সরোয়ার জাহান,উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, ওসি কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ মোতালেব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজৈরে দরিদ্র দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০০ পরিবারের মধ্যে কেজে আরসির ত্রাণ বিতরণ ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *