Connect with us

দেশজুড়ে

রাজৈরে দু’দল গ্রামবাসীর তুমুল সংঘর্ষ, আহত ১৫

Published

on

rajoir madaripur  রাজৈরে দু’দল গ্রামবাসীর তুমুল সংঘর্ষ

রাজৈর(মাদারীপুর)সংবাদদাতা: রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে আজ বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর তুমুল সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টেকেরহাট বন্দরে ব্রীজের কোণায় ঘোষাল কান্দী গ্রামের কয়েকজন যুবক জুয়ার আসর বসালে পূর্ব সরমঙ্গলের কাউন্সিলর বাবলু বাঘার ছোট ভাই টিপু বেগ জুয়া খেলা বন্ধ করতে বললে তারা উত্তেজিত হয়ে তাকে মারধর করে।
এ খবর ছড়িয়ে পড়লে পূর্ব সরমঙ্গল গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে এগিয়ে এলে উভয় গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র রাম দা, ঢাল, সুরকী, কালি, চাপাতি ইত্যাদি ব্যবহার করে। দু’ ঘন্টা ব্যাপি সংঘর্ষ চলাকালে ঢাকা বরিশাল মহাসড়কের ব্যাপক জানযটের সৃষ্টি হয়।
প্রথমে রাজৈর থানার পুলিশ এসে সংঘর্ষ থামানোর জন্য আট রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তাতেও সংঘর্ষ না থামায় মাদারীপুর দাংগা পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষে আহতরা হলেন, টিপু বেগ (৩০), মিঠুন বেগ (২৫), সাইদুল বাঘা (৩৫), সিরাজ ফকির (৪৫), রুবেল বেগ (৩০), বাশার (২৫), ইব্রাহিম (৩০), লিটন (২৫)। আহতদের রাজৈর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে টেকেরহাট আবাসিক এলাকার কয়েকটি দোকান ও বাসাবাড়ির ক্ষতি সাধিত হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *