Connect with us

রাজনীতি

রোহিঙ্গাদের নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় না: ফখরুল

Published

on

ফাইল ফটো

রোহিঙ্গা সংকট নিরসনে জাতীয় ঐক্য জরুরি বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ নিয়ে কোনো রাজনীতি করতে চায় না বিএনপি।’ বৃহস্পতিবার সকালে কক্সবাজারে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এই মন্তব্য করেন।

রোহিঙ্গা সংকটে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘এই ত্রাণ নিয়ে বা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো নিয়ে আমরা কোনো দলীয় রাজনীতি করতে চাই না। আমরা যেটা চাই, সেটা হচ্ছে, জাতীয় ঐক্য সৃষ্টি হোক।’ তিনি বলেন ‘প্রত্যেকটা কাজের মধ্যে বাংলাদেশের যে স্বার্থ, সেই স্বার্থটাকে তুলে ধরার জন্য রাষ্ট্রের হাত যেন শক্তিশালী হয়। রাষ্ট্র যেন এককভাবে দাঁড়িয়ে এই সমস্যার মোকাবিলা করতে পারে, সেটা অত্যন্ত জরুরি বলেই আমরা জাতীয় ঐক্য চাই।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘মিয়ানমার সরকার গণহত্যা, খুন, ধর্ষণের মতো অমানবিক নিপীড়ন চালিয়ে প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে দেশের প্রয়োজন হলেও আওয়ামী লীগ তাতে সাড়া দেয়নি। এতে প্রমাণিত হয়, বর্তমান সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক নয়।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরওয়ার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, কেন্দ্রীয় নেতা শরিফুল আলম, শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *