Connect with us

দেশজুড়ে

লক্ষীপুরে আটক ২০ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত !

Published

on

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরে বন্দুক, গুলি ও ইয়াবাসহ আটক মো. রাসেল ওরপে কালা রাসেল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাতে দুইটার দিকে লক্ষীপুর সদর উপজেলার দত্তপাড়া চাটখীল সিমান্তবর্তী এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত রাসেল নোয়াখালীর চাটখিলের চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে। তার মরদেহ লক্ষীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।
লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন আটক রাসেলের তথ্যে রাতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়; আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে তার সহযোগীদের গুলিতে রাসেলের মৃত্যু হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নিহত রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ মে) সকালে ল²ীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১১পিস ইয়াবাসহ মো. রাসেল ওরপে কালা রাসেল ও মো. বাবলু নামে দুইজনকে আটক করে পুলিশ। আটক বাবলু সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *