Connect with us

দেশজুড়ে

লক্ষীপুরে কলেজ অধ্যক্ষের মুক্তির দাবিতে জেএসডি’র মানববন্ধন

Published

on

রুবেল হোসেন,লক্ষীপুর: লক্ষীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেবের মুক্তি দাবিতে মানববন্ধন করেছে জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
রোববার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় কলেজ অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবি করেন নেতাকর্মীরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খাদ্য গুদাম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জেএসডি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জেলা জেএসডি’র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, কমলনগর উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরব, রামগতি উপজেলা জেএসডি’র যুগ্ম-আহবায়ক লোকমান হোসেন বাবলু, কমলনগর উপজেলা যুব পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম-আহবায়ক আবুল বাছেত খোকন, এহসান রিয়াজ, রামগতি উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল নোমান ও সাধারণ সম্পাদক আসিকুল ইসলাম রিয়াজ প্রমুখ।
জানা যায়, ১৯৯৬ সাল থেকে ২০০৪ সালের বিভিন্ন সময়ে নকল সনদে শিক্ষক ফখরুল ইসলাম, আক্তার হোসেন ও নুরুল করিম আজাদ (সহকারি অধ্যাপক, ইসলাম শিক্ষা) হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজে চাকরি নেয়। অসুদপায়ে কলেজ অধ্যক্ষ আব্দুল মোতালেব চাকরি পেতে তাদের সহায়তা করে। এ ঘটনায় ২ আগস্ট কলেজের অধ্যক্ষসহ তিনজনকে গ্রেফতার করে দুদক। আব্দুল মোতালেব কমলনগর উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক।

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *