Connect with us

দেশজুড়ে

লালমনিরহাটে হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বিপদসীমার ২৫ সে.মি প্রবাহিত হচ্ছে

Published

on

জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদ সীমার ২৫ সে: মি: ও ধরলা নদীর পানি বিপদসীমার ২২ সে;মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আজ শনিবার ভোর থেকে লালমনিরহাটের ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২৫ সে: মি: ও ধরলা নদীর পানি কুলাঘাট পয়েন্টে ২২ সে;মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রনের জন্য ব্যারেজের সবকটি গেট খুলে দেয়া হয়েছে।
তিস্তা ও ধরলা নদী তীরবর্তী লালমনিরহাটের পাটগ্রামের বাউরা ইউনিয়ন , হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি, গড্ডিমারী, পাটিকাপাড়া, সির্ন্দুনা, সানিয়াজান, আদিতমারী উপজেলার মহিষখোচা ও লালমনিরহাট সদরের মোগলহাট , কুলাঘাট রাজপুর খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের নদীতীরবর্তী ১২ টি ইউনিয়নের ৫০টি গ্রামের প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিবার পরিজন ও গরু ছাগল নিয়ে মানুষ ছুটছে নিরাপদ স্থানে । আশ্রয় নিয়েছে স্কুল ,বাধে ও উচু স্থানে । শিক্ষা প্রতিষ্টানে পানি উঠায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। বন্যা কবলিত এলাকায় ১৫ টি শিক্ষা প্রতিষ্টান বন্ধ রয়েছে বলে জানা যায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *