Connect with us

শিক্ষাঙ্গন

শাবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

Published

on

shah jalal scince and technology University

সিলেট: র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকায় প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ঘটনার তদন্তে তিনসদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. মোশাররফ হোসেন রাজু, গণিত বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী নজরুল ইসলাম, মোশারফ হোসেন ও মাহমুদুল হাসান এবং সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী অসীম বিশ্বাস।
এছাড়া ঘটনা তদন্তের জন্য অধ্যাপক জহির বিন আলমকে আহবায়ক করে তিনসদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটির অন্য দুই সদস্য হলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন ও অর্থনীতি বিভাগের প্রভাষক মুন্সি নাসের ইবনে আফজাল। কমিটিকে দশ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার কথা বলা হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *