Connect with us

জাতীয়

সামিউল হত্যা : দোষ স্বীকার করে জবানবন্দি আরো ২ আসামীর

Published

on

সিলেট প্রতিনিধি : সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় আরো দুই আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আজ সিলেট মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন দুলাল আহমদ ও নূর আহমেদ। সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক আনোয়ারুল হক ওই দুই আসামির জবানবন্দি গ্রহণ করেন। রাজন হত্যা মামলায় দুলাল ও নূরসহ এ নিয়ে মোট পাঁচজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সরকারপক্ষের আইনজীবী আবদুল আহাদ সাংবাদিকদের জানান, রাজনকে পিটিয়ে হত্যার ভিডিওচিত্র ধারণ করার কথা স্বীকার করেছেন নূর আহমেদ। নূর জানিয়েছেন, প্রায় আধাঘণ্টার মতো মুঠোফোনে ওই চিত্র ধারণ করেন তিনি। পরে রাজনকে জীবিত অবস্থায় রেখেই আম্বরখানায় চলে যান। পরে কুমারগাঁও ফিরে জানতে পারেন যে রাজন মারা গেছে। অন্যদিকে রাজনকে নির্যাতনে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন দুলাল। গত ১৬ জুলাই দুলাল ও নূরকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ।

এর আগের দিন অর্থাৎ ১৫ জুলাই সিলেট শহরতলির জাঙ্গাইল গ্রামের বাসিন্দা নূর আহমেদকে তাঁর স্বজনরাই পুলিশের কাছে সোপর্দ করে। একই দিন শহরতলীর শেখপাড়া থেকে দুলালকেও পুলিশে সোপর্দ করে তাঁর স্বজন ও এলাকাবাসী। মামলার শুরুতে দুলালের নাম এজাহারে না থাকলেও রাজনকে পিটিয়ে হত্যার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে এজাহারে নাম আওতাভুক্ত করে পুলিশ।

গত ৮ জুলাই সিলেট শহরতলীর কুমারগাঁও বাসস্ট্যান্ডে প্রকাশ্যে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *