Connect with us

আন্তর্জাতিক

সিরিয়ায় জোড়া বোমা বিস্ফোরণে নিহত ৪৬

Published

on

siryaআন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার হোমস নগরীতে জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রোববার হোমস শহরে জোড়া বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, হোমসের আল-জাহরা এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন প্রাদেশিক গভর্নর তালাল বারাজির উদ্ধৃতি দিয়ে নিহতের সংখ্যা ২৮ জন বলে জানিয়েছে। তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববারের বিস্ফোরণে ৪৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে। সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক।
সংস্থাটি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।একটি টিভি চ্যানেলের ভিডিওচিত্রে ক্ষতিগ্রস্ত দোকানপাট, ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ, পুড়ে যাওয়া গাড়ি এবং আহতদের কষ্টের চিত্র দেখানো হয়েছে।
আজকের হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। সরকারি নিয়ন্ত্রণে থাকা হোমস নগরী বরাবরই সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত মাসে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়।
চলতি মাসে সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তি চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যে এটি বড় ধরনের দ্বিতীয় হামলা। বিদ্রোহীদের কাছ থেকে হোমসের নিয়ন্ত্রণ নিতে সরকারি সেনাদের বড় ধরনের মাসুল দিতে হচ্ছে। গত প্রায় পাঁচ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া আরো ৪০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।একদা বিপ্লবের রাজধানী খ্যাত হোমস শহরের বেশির ভাগ এলাকাই এখন সরকারি বাহিনীর দখলে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *