Connect with us

আন্তর্জাতিক

সিরিয়া যুদ্ধে ৫ বছরে নিহত ২৭০০০০ জন, শরণার্থী ৪৭ লাখ

Published

on

siryaবিডিপি ডেস্ক: সিরিয়ায় পাঁচ বছর আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আড়াই লক্ষাধিক লোক নিহত হয়েছে। দেশটির জনসংখ্যার অর্ধেকরও বেশি উদ্বাস্তু হয়ে পড়েছে এবং দেশটির বিরাট অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর তথ্য অনুযায়ী সংঘাতের কারণে এ পর্যন্ত ২ লাখ ৭০ হাজার লোক নিহত হয়েছে। এদের মধ্যে সাড়ে ২৩ হাজার শিশুসহ প্রায় ৮০ হাজার বেসামরিক নাগরিক।
তবে, আশংকা করা হয়ে থাকে, সরকার বিদ্রোহী বা জিহাদিদের হাতে আটক অবস্থায় অজ্ঞাত সংখ্যক লোক নিহত হওয়ায় এ সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের তদন্তকারীরা সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন কারাগার এবং বন্দি শিবিরগুলোতে হত্যাকান্ড চালানোর অভিযোগ তোলেন।
চলতি মাসে একটি ফরাসি বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল বলেছে, যুদ্ধে এ পর্যন্ত ১০ লাখ লোক আহত হয়েছে। জানুয়ারিতে একটি সিরিয়ান ত্রাণ সংস্থা দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে উপর্যুপরি বোমা বর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ২০১১ সাল থেকে দেশটিতে ১৭৭টি হাসপাতাল বিধ্বস্ত এবং প্রায় ৭শ’ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে।
জানুয়ারিতে জাতিসংঘ জানিয়েছে, দেশটির যুদ্ধ-পূর্ব ২ কোটি ৩০ লাখ জনসংখ্যার মধ্যে ১ কোটি ৩৫ লাখ লোক তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
দাতব্য প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেন এ মাসে বলেছে, সিরিয়ায় অন্তত আড়াই লাখ শিশু অবরুদ্ধ অবস্থায় বাস করছে। তাদের অনেকেই বাধ্য হয়ে পশুখাদ্য বা লতাপাতা খেয়ে কোনমতে প্রাণে বেঁচে আছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মতে, আনুমানিক ৪ লাখ ৮০ হাজার লোক অবরুদ্ধ অবস্থায় বসবাস করছে। প্রায় ৪৭ লাখ লোক পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে গেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *