Connect with us

দেশজুড়ে

সুন্দরবনে আগুন: ফাঁড়ি কর্মকর্তাসহ বরখাস্ত ৩

Published

on

sundarbanবাগেরহাট সংবাদদাতা: সুন্দরগঞ্জের অরণ্যে দু’দফা নাশকতার আগুনে পুড়ে বনভূমি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে নাংলী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন হাওলাদার ও দুই বনকর্মীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া অন্য দুইজন হলেন- বোটম্যান (নৌকা চালক) মোবারক হোসেন ও পলাশ মজুমদার। শনিবার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী টহল ফাঁড়ি এলাকার পঁচাকোরালীয়া ও নাপিতখালী বিলে আব্দুল্লার ছিলার গহীণ অরণ্যে এ মাসে মাত্র চার দিনের ব্যবধানে দু’দফা নাশকতামূলক আগুন লাগানো হয়। ১৩ এপ্রিল মধ্যরাতে ধরিয়ে দেয়া আগুন তিনদিন ধরে জ্বলতে থাকে। এই আগুন নিয়ন্ত্রণে আনার মাত্র চার দিনের ব্যবধানে একই এলাকার সংরক্ষিত বনাঞ্চলে ১৮ এপ্রিল ভোরে ফের আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *