Connect with us

দিনাজপুর

হিলিতে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে ব্যবসায়ীরা

Published

on

হিলি প্রতিনিধি: হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রহমান রংপুরের চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠন সমুহ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টায় বাংলাহিলি কাস্টম সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে ওই সংবর্ধনা দেওয়া হয়। এতে সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠন সমুহের পক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যান আমিনুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ও ক্রেষ্ট উপহার দেওয়া হয়।
হিলি স্থলবন্দর আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারুন উর রশীদের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এজাজ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ, এসোসিয়েশন ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন, পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক, সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, আমদানি কারক ইদ্রিস আলি মিঠু, আওয়ামীলীগ নেতা প্রভাষক আশরাফ আলী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এমদাদুল মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বাগতম সাহা, সাধারন সম্পাদক নাসিম আহম্মেদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।
সভায় বক্তারা হিলি স্থলবন্দরের বানিজ্যিক কার্যক্রম জোরদার করতে নির্বাচিত চেয়ারম্যানকে অগ্রণী ভুমিকা পালনের আহবান জানানো হয়। এছাড়াও এলাকার অবহেলীত মানুষের স্বাস্থ্য সেবাসহ অন্যান্য সমস্যা গুলি নিরসনে সহযোগীতা অব্যাহত রাখার আহবান জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *