Connect with us

কিশোরগঞ্জ

হোসেনপুরে শান্তিপূর্ণ ভাবে শেষ হল এইচ,এস,সি ও সমমানের ১ম পরীক্ষা

Published

on

Exam porekka

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ) কিশোরগঞ্জপ্রতিনিধিঃ

হরতাল -অবরোধ মানে নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা। আজ (১ এপ্রিল, বুধবার) ১০টায় শুরম্ন হয়েছে এইচ এস সি ও সমমানের পরীক্ষা। সারা বাংলাদেশে ২ হাজার ৪১৯ টি কেন্দ্রে ৮ হাজার ৩০৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষাথী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় সকাল ১০টা থেকে ১ টা পর্যমত্ম এইচ এস সি পরীক্ষায় বাংলা-প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা প্রথম পত্রের (ডিআইবিএস), বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা দ্বাদশ শ্রেণীতে বাংলা-২, একাদ্বশ শ্রেণীতে বাংলা-১ এবং বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে ডিপেস্নামা ইন কর্মাসে দ্বাদশ শ্রেণীতে বাংলা-২, একাদ্বশ শ্রেণীতে বাংলা-১, ও বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে আলীমে কুরআন মাজিদ (সকল বিভাগ) পরীক্ষা রয়েছে। এর প্রেক্ষিতে কিশোরগঞ্জের হোসেনপুরে এইচ,এস,সি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ৯৮১জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। হোসেনপুরে দুটি কেন্দ্রের মধ্যে হোসেনপুর বিশ্ববিদ্যালয় কলেজে ৩৫৮ জন (জেনারেল), ও হোসেনপুর মহিলা ডিগ্রী কলেজে ২৬৯জন (জেনারেল) পরীক্ষার্থী এবং বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে ২৯১জন পরীক্ষার্থী ও প্রথম বর্ষে ৩৬২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনে অনুপস্থিত ০২জন।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *