Connect with us

খেলাধুলা

৫৭ ছক্কায় ৪৯০ রানের অবিশ্বাস্য রেকর্ড ড্যাডসওয়েলের

Published

on

অবিশ্বাস্য হলেও সত্যি, শনিবার দক্ষিণ আফ্রিকার ক্লাব ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে ব্যাট হাতে ওপেনার হিসেবে নেমে ৪৯০ রানের ইনিংস খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান শেন ড্যাডসওয়েল।

পচ ড্রপসের বিপক্ষে এনডব্লিুইউ পুক্কের হয়ে ৫০ ওভারের ম্যাচে ৫৭ ছক্কা ও ২৭টি চারে ১৫১ বল মোকাবেলা করে ৪৯০ রানের দানবীয় ইনিংস খেলেন ড্যাডসওয়েল। তার ৪৯০ ও রুয়ান হাসব্রোকের অপরাজিত ১০৪ রানের সুবাদে ৩ উইকেট হারিয়ে পুক্কের সংগ্রহ ছিলো ৬৭৭ রান।

নিজের ২০তম জন্মদিনের দিন ক্লাব ক্রিকেটে এই কীর্তি গড়ে বিশ্বরেকর্ড গড়েছেন ড্যাডসওয়েল। ব্যাট হাতে নামার আগেও হয়তো ভাবেননি এমন কিছু ঘটতে পারেন তিনি।

আন্তর্জাতিক না হলেও বিশ্ব ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড দখল করে ফেলেছেন ড্যাডসওয়েল। কারণ আন্তর্জাতিক অঙ্গনে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ৪০০ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক ভারতের রোহিত শর্মা। আর টুয়েন্টি টুয়েন্টি অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *