Connect with us

বিবিধ

৯ মাইল বেগের গ্রহাণুর আঘাতে ধ্বংস মানব সভ্যতা!

Published

on

it-4ন্যান্য ডেস্ক:
পৃথিবীর বুক থেকে মানব সভ্যতা কি সম্পূর্ণ মুছে যেতে বসেছে? মনে হচ্ছে তেমনটাই। কেননা বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর দিকে প্রতি সেকেন্ড ৯ মাইল বেগে ধেয়ে আসা এক গ্রহাণুর ‘হানায়’ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতা! হ্যাঁ, একদম ঠিক পড়েছেন। সম্প্রতি এমন আশঙ্কার কথাই শোনালেন বিজ্ঞানীরা। যদিও এই গ্রহাণুর পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাব্য দিন ১৬ মার্চ, ২৮৮০ সালে। মানে আজ থেকে প্রায় ৮৬৬ বছর পর সে পৃথিবীতে আঘাত হানবে। কিন্তু তার মানে তো এই নয় যে হাত গুটিয়ে বসে থাকবেন বিজ্ঞানীরা। ২৮৮০ সালে ‘১৯৫০ ডিএ’ নামের এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়ার পর বিশ্বের আবহাওয়ায় আমূল পরিবর্তন ঘটবে। ভয়াবহ সুনামি দেখা যাবে, পৃথিবীর সব প্রান্তে শুরু হবে বড় বড় ঝড়। ওই গ্রহাণুতে থাকবে ৪৪ হাজার ৮০০ মেগাটনের বিস্ফোরক পদার্থ বিশেষ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘আর্মাগেডন’-এ ঠিক যেমন ঘটেছিল অনেকটাই তেমনই নাকি ঘটবে ১৬ মার্চ,২৮৮০ সালে। যদিও বিজ্ঞানীরা বলছেন, এমন ধরনের গ্রহাণুর পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা ৩০০ ভাগের মধ্যে একভাগ। তবুও পৃথিবী ধ্বংসের এই সামান্য সুযোগটাও রাখতে রাজি নন বিজ্ঞানীরা। তাই এই দৈত্য গ্রহাণুকে ধ্বংস করার কাজ শুরু করে দিতে চলেছেন বিজ্ঞানীরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *