Connect with us

দেশজুড়ে

আজ থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যক্রম শুরু

Published

on


রনজিৎ দাস,রংপুরঃ রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার দীর্ঘ ৬ বছর পর আজ থেকে রংপুর মহানগরবাসী পেতে যাচ্ছে কাঙ্খিত মেট্রোপলিটন পুলিশি সেবা। আজ রোববার সকাল সাড়ে দশটায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই মেট্রোপলিটনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ প্রত্যাশার রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কার্যক্রমের উদ্বোধন নিয়ে উচ্ছসিত নগরবাসী। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণাকে ঘিরে রংপুর মহানগর জুড়ে সাজ সাজ রব। বাহারি রঙের পতাকায় ছেয়ে গেছে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। নতুন থানাগুলোতে করা হয়েছে আলোক স্বজ্জ্বা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নগরীতে সাটানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। এদিকে নতুন পোষাকে নতুন মুখের সংযোজনে কার্যক্রম শুরু হবে আরপিএমপি’র। একজন পুলিশ কমিশনার, একজন অতিরিক্ত পুলিশ কমিশনার, দুই জন উপ-পুলিশ কমিশনার, একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পাঁচ জন সহকারী পুলিশ কমিশনারসহ চারশত সত্তর জন পুলিশ সদস্য রংপুর মেট্রোপলিটন পুলিশে যোগদান করেছে। বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে ৪৭টি। ২৩৯ দশমিক ৭২ বর্গ কিলোমিটার আয়তনের এই মেট্রোতে কোতয়ালি, পরশুরাম, হাজিরহাট, হারাগাছ, তাজহাট ও মাহিগঞ্জ থানা ছাড়াও আরো দুইটি পুলিশ ফাঁড়ি থাকছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর সফরে এসে ‘রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রতিশ্রæতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রæতির আলোকে ২০১৭ সালের ১০ ডিসেম্বর ১ হাজার ১৮৫টি পদ এবং ১২৩টি যানবাহন অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে বর্তমান সরকার। ২০১৮ সালে আইন পাস হয় এবং চলতি বছরের ১৯ এপ্রিল তা গেজেট আকারে প্রকাশিত হয়। উদ্বোধন স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতির কথা জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম। তিনি বলেন, উদ্বোধনকে ঘিরে ইতো মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুড়িরহাট রোড়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্স মাঠে বিশাল প্যান্ডেল করা হয়েছে। সেই প্যান্ডেলে আমন্ত্রিত অতিথিরা বসবেন। উদ্বোধনের পর বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে নগরীতে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হবে। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে।পুলিশ কমিশনার আরো বলেন, নগরবাসী যাতে শান্তিতে ঘুমাতে পারে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না থাকে এবং উন্নত, হয়রানিমুক্ত আইনি সেবা, আধুনিক ট্রাফিক ব্যবস্থা ছাড়াও একটি সুন্দর নগরী গড়তে যা যা প্রয়োজন মেট্রোপলিটন পুলিশ তা করবে। এজন্য নগরবাসীর সহযোগিতা চান তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *