Connect with us

দেশজুড়ে

আটোয়ারীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Published

on

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মঙ্গলবার (২৫ এপ্রিল) ভুট্টা সুপার সাইন ২৭৬০ এর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে, রাজস্ব খাতের অর্থায়নে , কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে এবং রাধানগর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবীন সেনের আয়োজনে রবি ২০১৬ – ১৭ মৌসুমে নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারনে স্থাপিত সুপার সাইন ২৭৬০ জাতের ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস উপজেলার পল্লী বিদ্যুৎ সংলগ্ন আবু বকর সিদ্দিকের মিল চাতালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোঃ শামীম ইকবালের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোছাঃ নুর জাহান খাতুন। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোঃ শামীম ইকবাল কৃষকদের নিজ নিজ এলাকায় কর্তব্যরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ গ্রহন করার আহবান জানান। কর্মকর্তাদের প্রেসক্রিপশন মতে ক্ষেত-খামারে কীটনাশক ব্যবহার করার পরামর্শ দেন এবং কোন ব্যবসায়ীর কথামত ক্ষেত-খামারে কীটনাশক ব্যবহার করলে ফসলের ক্ষতির আশংকাই বেশী বলে তিনি ধারনা দেন। কৃষক মাঠ দিবসে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী,এলাকার কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। বিডিপত্র/আমিরুল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *