Connect with us

বিবিধ

আধুনিক ওয়েব সাইট উদ্বোধন করল দুদক

Published

on

download (9) ডেস্ক:  প্রায় একবছর ধরে কাজ করে নতুন আধুনিক ওয়েব সাইট উদ্বোধন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কনফারেন্স রুমে কমিশন চেয়ারম্যান মো. বদিউজ্জামান সাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘দুদকের ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে নতুন যুগে পদার্পনকরল। একটি ক্লিকের মাধ্যমেশুধু সারা দেশের মানুষইনয়,বিশ্বের যে কোন প্রান্তের মানুষ এখন দুদক কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।’তিনি আরও বলেন, ‘আশা করি যে মহৎ উদ্দেশ্য নিয়ে নতুন সাইটটি চালু করা হল, সাধারণজনগণের উপকৃত হওয়ার মাধ্যমে সেই উদ্দেশ্য সফল হবে। এর  মধ্যমে দুদককে আরও সুন্দরভাবে সকলের কাছে আমরা উপস্থাপন করতে পারব।’
দুদক সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে ও উপ-পরিচালক আক্তার হোসেনেরপরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিশনের কমিশনার(তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ, মহাপরিচালক ড. মো. সামসুল আরিফিন,বিগ্রেডিয়ার জে. (অব.) এম এইচসালাউদ্দিন, মো.শহিদুজ্জামান, মো. জিয়াউদ্দিন আহমেদ, পরিচালকইউং কমান্ডার তাহিদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তাপ্রণব কুমার ভট্টাচার্য্য,জি আইজেড প্রতিনিধি কারিসিমা।অনুষ্ঠানে দুদকের সিস্টেম এনালিস্ট রাজিব হাসান দুদকওয়েব সাইটের বিভিন্ন দিক তুলে ধরেন।
দাতা সংস্থা জিআইজিডের সহযোগিতায় এ ওয়েবসাইট প্রস্তুত করা হয়েছে। সকলেই সাইটটি ভিজিটকরতে পারবেন। বিস্তারিত :  www.acc.org.bd

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *