Connect with us

আন্তর্জাতিক

আমেরিকা নওয়াজ শরিফকে সমর্থন জানলো

Published

on

758117-USStateDepartmentMarieHarfphotozahidgishkori-1409886083-731-640x480পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার নেতৃত্বাধীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে আমেরিকা। একই সঙ্গে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সব রাজনৈতিক দলকে তাদের বিরোধ নিরসনের আহ্বান জানিয়েছে দেশটি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র ম্যারি হার্ফ নওয়াজ শরিফকে সমর্থন প্রসঙ্গে বলেছেন, হ্যাঁ, আমরা এখনো করি। তিনি (নওয়াজ শরিফ) নির্বাচিত নেতা।

তিনি আরো বলেন, আমরা এটা বারবারই বলেছি এবং ইসলামাবাদে বিক্ষোভের ঘটনাপ্রবাহ আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি।

হার্ফ বলেন, আমরা বরাবর বলেছি আমেরিকা সংলাপের মাধ্যমে সব দলকে তাদের বিরোধসমূহ নিরসনে উৎসাহিত করে। কিন্তু, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধান-বহির্ভূত পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরোধী আমেরিকা।

২০১৩ সালে নির্বাচনে কারচুপির আশ্রয় নিয়ে নওয়াজ শরিফ ক্ষমতায় এসেছিলেন, এমন অভিযোগের ব্যাপারে হার্ফ বলেন, আমরা বলেছি নওয়াজ শরিফ পাকিস্তানের নির্বাচিত নেতা।

এদিকে নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে ইমরান খান ও তাহিরুল কাদরি তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন। গত ১৪ আগস্ট থেকে তারা এ আন্দোলন শুরু করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *