Connect with us

শিক্ষাঙ্গন

ইবির ভর্তি পরীক্ষা শুরু আজ

Published

on

1480821906
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু আজ। আগামী ৭ ডিসেম্বর বুধবার পর্যন্ত এই পরীক্ষা চলবে।

প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা, তৃতীয় শিফটে দুপুর দুইটা থেকে বিকাল তিনটা এবং চতুর্থ শিফটে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আটটি ইউনিটের অধীনে ২৫টি বিভাগে ১৬৯৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীদের আবেদন জমা পড়েছে ৭২ হাজার ৯১০টি। প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়বে ৪৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবারে বিশ্ববিদ্যালয়ে ফরেন স্টুডেন্টদেরর জন্য সেল গঠন করা হয়েছে। প্রতিটি বিভাগে দুইজন করে মোট ২৫জন বিদেশি শিক্ষার্থীদের এই সুযোগ দেয়া হবে বলে জানান তিনি।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *