Connect with us

জাতীয়

উত্তর বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা ৩ নং সতর্ক সংকেত

Published

on

red-alrtউত্তর বঙ্গোপসাগর ও এর আশে পাশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর সমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে এ সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আজ চট্টগ্রামে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে এ বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রামে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত পাঁচ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *