Connect with us

রাজনীতি

উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন: আ’লীগের মনোনয়ন ফরম কিনলেন যারা

Published

on

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাসেল আশেকী এবং আদম তমিজি হকসহ বেশ কয়েকজন।

রবিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। এরপর দলের স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত বোর্ড প্রার্থী ঠিক করবে।

সকালে দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাসেল আশেকী এবং আদম তমিজি হক। বিকালে বিজেএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র কেনেন তার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন যুবরাজ। এ ছাড়া গাজী আলমগীর নামের এক ব্যক্তি মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেনের পক্ষে মনোনয়ন ফরম তোলেন । ঢাকার একটি কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলমও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এছাড়া সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল, এফবিসিসিআইর পরিচালক হেলাল উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশ টুডের সম্পাদক জোবায়ের আলম আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *