Connect with us

আন্তর্জাতিক

একে-৪৭ উৎপাদন দ্বিগুণ করল রাশিয়া

Published

on

Mikhail Kalashnikovমার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আগামী তিন বছরের মধ্যে রাশিয়ার বিশ্বখ্যাত কালাশনিকোভ রাইফেলের উৎপাদন দ্বিগুণ করা হবে৷ একে-৪৭ অ্যাসাল্ট রাইফেল নির্মাণকারী রুশ কোম্পানি কালাশনিকোভ কনর্সান শুক্রবার এই কথা ঘোষণা করল৷

২০১৪ সালে দেড় লাখ একে-৪৭ রাইফেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কোম্পানির ম্যাগাজিনে জানানো হয়েছে৷ গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একে-৪৭য়ের উৎপাদন দ্বিগুণ বেড়েছে বলেও জানানো হয়েছে৷ তুলনামূলক বিচারে দেখা যাবে, মাত্র তিন মাসে ৩১ হাজার একে-৪৭ রাইফেল উৎপাদিত হয়েছে৷গত জুলাইয়ে কালাশনিকভ সহ স্টার্ম রজার ও স্মিথ অ্যান্ড ওয়েসন  কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা৷এই নিষেধাজ্ঞা আরোপের পর আশ্চর্যজনকভাবে আমেরিকার বন্দুকের দোকানগুলিতে কালাশনিকভ রাইফেল বিক্রির পরিণাম অনেকগুণ বেড়ে যায়৷

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *