Connect with us

কিশোরগঞ্জ

ওমেদার সমিতির চাকুরীচ্যুত কর্মচারীদের বেহাল দশা, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পিআইও অফিসে লোক নিয়োগের অভিযোগ

Published

on

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ), কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একটি বিশেষ মহলের লোকজন দক্ষ জনবল বাদ দিয়ে উপজেলা প্রকল্প বাসত্মবায়ন অফিসে কর্মচারী নিয়োগের অভিযোগ করেছেন চাকুরীচ্যুত কর্মচারীরা। তারা এ বিষয়ে জরুরি প্রতিকারের দাবিতে ঢাকা জাতীয় প্রেসক্লাবে গত ১১/১২/২০১৪ইং তারিখে সারা দেশ থেকে আগত ওমেদারগন মানব বন্ধন করে কেন্দ্রিয় কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে (ডাইরী নং-১০২৩৫,প্রধান মন্ত্রীর কার্যালয়,ডাক ও বিতরন শাখা, তারিখঃ ১১/১২/১৪ইং, সময়ঃ ৩.৪৫মিনিট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। গতকাল সোমবার(০৪ মে) কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ উপজেলা প্রকল্পবাসত্মবায়ন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ওমেদার সমিতির সভাপতি সাকের আহাম্মেদ ও সাধারন সম্পাদক মো: বাচ্চু মিয়া এক জনাকীর্ণ লিখিত ব্যক্তব্যে সাংবাদিকদের জানান, সারা দেশে প্রতিটি উপজেলায় এক(০১) জন করে মোট ৪৮৭ জন ওমেদার (৪র্থ শ্রেণী কর্মচারী) ১৫-২০ বছর ধরে পিআইও অফিসে কর্মরত। কিন্তু কয়েক মাস আগে দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরে একটি প্রভাবশালী মহল কর্তৃপক্ষকে ভুল ব্যাখ্যা দিয়ে দক্ষ জনবল বাদ দিয়ে জন প্রতি ২/৩ লক্ষ টাকার বিনিময়ে ঠিকাদারের মাধ্যমে প্রতি উপজেলায় আউট সোসিং ভিত্তিক ৪৮৭ জন অফিস সহায়ক(এম,এল,এস,এস), কর্মচারী নিয়োগ প্রদান করেন। এতে দীর্ঘদিন ধরে কর্মরত ওমেদারগন চাকুরী হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।  কেন্দ্রিয় কমিটির সভাপতি সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীমহোদয়ের অবগতির জন্য আরও অভিযোগ দায়ের করে বলেন, দূর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরের কিছু ব্যাক্তির যোগসাজসে একটি সিন্ডিকেট চক্র ৪৮৭ টি উপজেলার জন প্রতি ২/৩ লক্ষ টাকা নিয়ে ওমেদারদের কোন কারণ ছাড়াই বাদ দিয়ে নতুন অধক্ষ জনবল ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ সংক্রামত্ম দূর্নীতির সংবাদ ইতিপূর্বে বিভিন্ন গনমাধ্যমে (দৈনিক জনতা-৩ ফ্রেবুয়ারী২০১৫,অনিয়ম-দুর্নীতিতে ডুবে আছে দুর্য়োগ ব্যবস্থাপনা অধিদপ্তর শিরোনামে, নয়া দিগমত্ম,৭ মার্চ-২০১৫ দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর যেন দুর্নীতির আখড়া শিরোনামে,প্রচারিত হলেও কর্তৃপক্ষ এখনোও নির্বিকার।  তারা  দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাসিত্মমূলক ব্যবস্থা গ্রহনের জন্য ও আউট সোসিং নিয়োগ বাতিল করে দক্ষ পূর্বের ওমেদারদের চাকুরীতে বহাল রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নিকট জোরালো আবেদন ও দাবি জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *