Connect with us

দেশজুড়ে

কাউনিয়ায় অগ্নিকান্ডে গবাদি পশু সহ দু’টি বাড়ী পুড়ে ছাই

Published

on

প্রীতিকী ছবি

মিজান, কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাননাথ চরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদি পশু, বসতবাড়ীসহ রাইচ মিল পুড়ে গেছে। এই অগ্নিকান্ডে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ময়েজ উদ্দিন মন্ডল ও ময়দুল জানিয়েছেন।
জানা গেছে, ২মার্চ (সোমবার) দিবাগত রাতে প্রাননাথ চর গ্রামে ময়েজ উদ্দিন মোল্লার বাড়ীর গোয়াল ঘরে বৈদ্যূতিক সটসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলীহানশিখা পাশের ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে গোয়াল ঘরে থাকা বিদেশী ৩টি গরু, ২৮টি হাঁস, ৪৫টি মুরগী, ধান-চাউল, টিভি, আসবাবপত্রসহ ৭টি বসতঘর, নগদ ৫লাখ টাকা ও রাইচ মিলের সব জিনিসপত্র পুড়ে যায়। এতে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দুই পরিবার জানিয়েছেন। শহীদবাগ ইউপি চেয়ারম্যান এমএ হান্নান জানান, ময়েজ উদ্দিন মন্ডল এর বসতঘরে আগুন দেখে স্থানীয় লোকজন কাউনিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু গ্রামের রাস্তায় দুইটি ফুট ব্রিজ থাকায় ফায়ার সার্ভিসের বড় গাড়ী ঘটনাস্থলে যেতে পারে নাই। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌছাতে পারলে হয়তো বসতঘর, গবাদি পশু সহ অন্যান্য জিনিসপত্র রক্ষা করা যেত। অপরদিকে হারাগাছ ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশন ইনচার্জ রায়হান ইসলাম জানান, গত ২মার্চ (সোমবার) রাত ৮টার দিকে উপজেলার হারাগাছ পৌর এলাকার কলেজমাঠ এলাকায় শফিকুল ইসলামের বাড়ীতে বৈদ্যূতিক সটসার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৪টি বসতঘর, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে যায়। এতে প্রায় ৫০হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *