Connect with us

দেশজুড়ে

কাউনিয়ায় একতা বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে ভ্যান চালকের মৃত্যু

Published

on

প্রতিকী ছবি

কাউনিয়া প্রতিনিধি,রংপুর : রংপুরের কাউনিয়ার হারাগাছে ঝুঁকিপুর্ন একতা বাঁশের সাঁকোর উপর দিয়ে পার হতে গিয়ে তিস্তা মরাসতী নদীতে পড়ে সিরাজুল ইসলাম(৪০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার ১৯জানুয়ারী রাতে চরনাজিরদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বালাটারী গ্রামের মৃত আইজার রহমানের পুত্র।
পথচারী জনৈক আউয়াল মিস্ত্রী বাজার করে বাড়ি ফেরার পথে বাশেঁর সাঁকোর উপর চালক বিহীন একটি ভ্যান ও স্যান্ডেল দেখতে পেয়ে ডাকাডাকি করে কাউকে দেখতে না পেয়ে আশপাশের লোকজন নিয়ে পানিতে খোঁজাখুজি শুরু করে। পরে স্থানীয় লোকজন সাঁকোর নীচে নদীতে আটকে থাকা কচুরীপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করে। হারাগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রকিুবল হাসান পলাশ জানান ভ্যান চালক সিরাজুল বকুলতলা বাজার থেকে কাঠের ফার্নিচার (ওয়ারড্রপ) ভ্যানে করে চরঠিকানারহাট গ্রামে পৌছিয়ে দিয়ে বাড়ী ফিরছিল। রাতে সাঁকো পার হতে গিয়ে সাঁকোতে তার ভ্যানের চাকা আটকে যায়, সেই চাকা খুলতে গিয়ে অসাবধানতা বসতঃ হয়তো সিরাজুল সাঁকো থেকে তিস্তা মরাসতী নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। সে সাঁতার না জানায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *