Connect with us

রাজনীতি

খালেদা জিয়ার জামিন স্থগিত, ছাত্রদলের বিক্ষোভ

Published

on

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চের আদেশক্রমে দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত এবং হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানির দিন আগামী ৮ মে ধার্য করা হয়েছে ।

গতকাল সোমবার সর্বসম্মতভাবে এ আদেশ দিয়েছেন হাইকোর্ট । ফলে এ সময়ের মধ্যে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না খালেদা জিয়া।

আদালত ওই আদেশ দেওয়ার পর দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ ও ঝটিকা মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে মিছিল বের করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে আছে ২০ মার্চ সারা দেশে বিক্ষোভ এবং ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, খালেদা জিয়ার জামিন স্থগিতের আদেশে সরকারের ইচ্ছাই প্রতিফলিত হয়েছে। গতকাল আপিল বিভাগ আদেশ দেওয়ার আড়াই ঘণ্টা পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘ক্ষোভের সঙ্গে বলছি, এই আদেশে সরকারের যে ইচ্ছা, সেই ইচ্ছাই প্রতিফলিত হয়েছে।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *