Connect with us

জাতীয়

খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবেনা ২০ দলীয় জোট

Published

on

বেগম খালেদা জিয়া ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবেনা বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। জোটের বন্ধন আরো অটুট করা হবে। সরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে তারা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে গতকাল রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এছাড়াও বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনে একক প্রার্থী দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর মাওলানা আবদুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) অধ্যাপিকা রেহানা প্রধান, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ড. রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকীব, জমিয়তে উলামা ইসলামের মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুর রব ইউসুফী, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাইফুদ্দিন মনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) মঞ্জুর হোসেন ঈসা, ন্যাশনাল পিপলস পার্টির ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী সাম্যবাদী দলের সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সোয়া নয়টা থেকে প্রায় ২ ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে। তবে দ্বি-খণ্ডিত বাংলাদেশ লেবার পার্টির কাউকে এ বৈঠকে দাওয়াত দেয়া হয়নি। অপর রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম পার্টির উভয় অংশ থেকে একাধিক নেতা উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *