Connect with us

খুলনা

খুলনার দাকোপে সুন্দরবন রক্ষা ও পরিবেশ বান্ধবের উপর সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান

Published

on

দাকোপ অফিস: 

ঐতিহ্যবাহী ম্যাগ্রোভ সুন্দরবন রক্ষা ও পরিবেশ বান্ধব পর্যটন নিয়ে দাকোপে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা সদর চালনা বৌমার গাছতলাস্থ উপজেলা আ’লীগের দলীয় কার্যলয়ের মাঠ প্রাঙ্গনে ইউরোপিয়ন কমিশনের অর্থায়নে ও রিলিফ ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রমোশন অফ লোকাল কালচার ইন দা সুন্দরবন ইমপ্যাক্ট জোন ইন বাংলাদেশ থ্রু কালচার ইকোট্যুরিজম এন্ড ইন্টারন্যাশনালশীপের প্রোগ্রাম অফিসার দীপংকর সাহার সভাপতিত্বে সাংস্কৃকিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেস অতিথির বক্তৃতা করেন ইকোট্যুরিজম এন্ড ইন্টারন্যাশনালশীপের কর্মকর্তা আব্দুল আল মবিন,উপজেলা আ’লীগনেতা শেখ আব্দুল কাদের,পঞ্চানন মন্ডল,শফিকুল ইসলাম আক্কেল,শেখ গোলাম হোসেন, সনত কুমার বিশ্বাস গোবিন্দ বিশ্বাসসহ উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন সাংস্কৃকিত গোষ্টির শিল্পী বৃন্দ। উল্লেখ্য প্রমোশন অফ লোকাল কালচার ইন দা সুন্দরবন ইমপ্যাক্ট জোন ইন বাংলাদেশ থ্রু কালচার ইকোট্যুরিজম এন্ড ইন্টারন্যাশনালশীপ সুন্দরবন রক্ষার্থে এবং পরিবেশ বান্ধব পর্যটন নিয়ে দেশের বিভিন্ন স্থানে গণসচেতনতা মুলক পথ নাটক, পটগান, জারী, সারী পরিবেশন করে আসছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *